৫ বছর পর আজ বরিশালে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাসখবর জাতীয় ডেস্ক: দীর্ঘ ৫ বছর পর আজ বরিশাল সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

শুক্রবার (২৯ ডিসেম্বর) তার দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ৫ বছর পর এ সফরে যাচ্ছেন তিনি। বিকেল তিনটায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এর আগে সকাল নয়টায় বরিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে বরিশালের পাশাপাশি পুরো বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে।

সূত্র জানায়, শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এরই মধ্যে অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১ সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।

খখ/মো মি

আগেশীর্ষ ঋণখেলাপি নুরজাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন গ্রেফতার
পরে“২০০১ থেকে ২০০৬ সাল ছিল অন্ধকার যুগ”-প্রধানমন্ত্রী