খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
৩০ ডিসেম্বর ভোর রাতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট -খাগড়াছড়ি সড়কের পাশে কালাপানিয়া ব্রীজের ১০০ গজ পূর্বে লেবু আড়তের দক্ষিণে সেগুন বাগানের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে এ ৪ জনকে অস্ত্রসহ আটক করে জোরারগঞ্জ থানার একটি বিশেষ টিম।
আটক ডাকাতরা হলো- মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের উত্তর ইসলামপুরের নুরুল হক প্রকাশ কালা মিয়ার ছেলে শাকিল খান (২৩), দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে শহিদ মিয়া (৩৯), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের আবু রোশেন প্রঃ শুক্কুর এর ছেলে তাজুল ইসলাম প্রঃ রানা প্রঃ লাল চান বাদশা (২২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আল আমিন (২১)।
এ সময় তাদের থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি, ১টি ষ্টিলের বাটযুক্ত ধারালো ছুরি ও ১টি প্লাসিকের হাতলযুক্ত রড উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, আটককৃতরা দুর্ধর্ষ ডাকাত। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দুস্যুতা সহ একাধিক মামলা রয়েছে। আটক ডাকাতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র হেফাজতে রাখা ও ডাকাতির প্রস্তুতি সংঘটনের চেষ্টার অপরাধে পৃথক দুইটি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি