“বেনাপোল এক্সপ্রেসে আগুন পাঁচজনের মরদেহ উদ্ধার”-র‍্যাব

খাসখবর জাতীয় ডেস্ক: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

thai foods

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাত পৌনে ১১টায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৫টি মরাদেহ উদ্ধার হয়েছে। কে বা কারা এটা করেছে, সেটা উদঘাটনের চেষ্টা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।

গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

খখ/মো মি

আগেস্থগিত করা হয়নি গাইবান্ধা-৫ আসনের নির্বাচন
পরেচট্টগ্রামে ইতালিয়ান আলোকচিত্রী ক্রিস্টিনার মোবাইল-টাকা ছিনতাই: লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ৪