কোতোয়ালী থানার অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে মো. মেহেরাজ (২২) নামে এক ছিনতাইকারীকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে।

thai foods

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে নতুন রেলস্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস পার্কিং এর মাঠের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী মো. মেহরাজ,বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এস এম ওবায়দুল হক। তিনি জানান, বিশেষ অভিযান চলাকালে ৯ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার দিকে এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে টিম কোতোয়ালি অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে মো. মেহেরাজকে গ্রেফতার করা হয়।এ সময় তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মেহেরাজ অস্ত্রের বিষয়ে জানিয়েছে, জব্দকৃত অস্ত্র দিয়ে মহানগরীর টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

খখ/মো মি

আগে“দিনের ভোট রাতে দিয়েছে বলার সুযোগ নেই”-শেখ হাসিনা
পরেশেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির