খাসখবর প্রবাস ডেস্ক : লন্ডনে হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৮ এপ্রিল) পুলিশ বাসার তালা ভেঙে অর্থমন্ত্রীর বড় মেয়ের জামাইর লাশ উদ্ধার করে।
দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
লন্ডনে বাদ জুম্মার পর নামাজের জন্য বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন বন্ধু তাকে ফোনও করেন।
কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এসময় মৃত্যুকালে দিলশাদ হোসেনের স্ত্রী কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন।
অর্থমন্ত্রীর পরিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন দিলশাদ হোসেন। প্রাথমিকভাবে চিকিৎসক এমনটি ধারণা করছেন। লাশ মর্গে রাখা হয়েছে। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
খখ/মো মি