কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি

খাসখবর রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

thai foods

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে জাপা যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদকে কো-চেয়ারম্যান ও সুনীল শুভরায়কে প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

খখ/মো মি

আগে“আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে”-প্রধানমন্ত্রী
পরেবাকলিয়ায় ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার