খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।
১৬ জানুয়ারি আড়াইটার সময় কালুরঘাট ফেরীঘাট প্রবেশ মুখে রফিকের চা দোকানের পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল কবির জানান, কালুরঘাটস্থ ফেরীঘাটের প্রবেশ মুখে রফিকের চা দোকানের পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে আবু তাহের ও মুন্সি আজমীর হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৭০০ (দুই হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও গত রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত চারটি জিআর ও দুইটি সিআর তামিল হয়েছে।
খখ/মো মি