চান্দগাঁও থানা পুলিশের অভিযান: ২৭০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

১৬ জানুয়ারি আড়াইটার সময় কালুরঘাট ফেরীঘাট প্রবেশ মুখে রফিকের চা দোকানের পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল কবির জানান, কালুরঘাটস্থ ফেরীঘাটের প্রবেশ মুখে রফিকের চা দোকানের পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে আবু তাহের ও মুন্সি আজমীর হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৭০০ (দুই হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও গত রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত চারটি জিআর ও দুইটি সিআর তামিল হয়েছে।

খখ/মো মি

আগেবিয়ের অনুষ্ঠানে গিয়ে করতো চু‌রি, চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার
পরেজানুয়ারির শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল