খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় ৪ হাজার একশ পিস ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে থানা পুলিশ। পাচারে ব্যবহৃত মিনিট্রাকটিও জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে মাদক কারবারি আসছে এমন তথ্য পেয়ে আজ সোমবার (১৯ এপ্রিল) ভোরে চেক পোস্ট স্থাপন করা হয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে।
এসময় একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর নির্দেশ দেওয়া হয়। গাড়িটি থামানোর তল্লাশী ৪ হাজার ১শ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে ট্রাকটি জব্দ করে মাদক পাচারের অপরাধে ট্রাক চালক সাজ্জাতুল ইসলাম সবুজ (২২)কে আটক করা হয়। সাজ্জাদ কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালী সিকদার পাড়া এলাকার আবছার উদ্দিনের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে আটক সাজ্জাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ।
খখ/প্রিন্স