ডিমের দাম বৃদ্ধি: ডায়মন্ড এগ ও সিপি বাংলাদেশকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

খাসখবর জাতীয় ডেস্ক: যোগসাজশের মাধ্যমে ডিমের বাজারে কারসাজির দায়ে দুই কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সংস্থাটির চূড়ান্ত রায়ে ‘ডায়মন্ড এগ’কে আড়াই কোটি ও ‘সিপি বাংলাদেশ’কে এক কোটি টাকা জরিমানা করা হয়।

thai foods

সোমবার (২২ জানুয়া‌রি) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এ দুটি মামলার রায় দেওয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়া‌রি) বিষয়টি প্রকাশিত হয়েছে।

কমিশনের আদেশে বলা হয়, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ কমিশনের সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী অতিরিক্ত প্রতিদিনের জন্যে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে।

আদেশে আরও বলা হয়, গত ৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সিপি বাংলাদেশ তাদের উৎপাদিত ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর মাধ্যমে এই দুই কোম্পানি বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ডায়ামন্ড এগও গত আগস্টে কারসাজির মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। যা কমিশন আইনের পরিপন্থী।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে প্রতিযোগিতা কমিশন এবং প্রতিযোগিতা আইন-২০১২ এর অধীনে কাজ করে এই সংস্থাটি।

খখ/মো মি

আগে২৮ জানুয়ারি স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
পরেউন্নয়ন অগ্রযাত্রায় চীনের কাছে আরও সহযোগিতা চান প্রধানমন্ত্রী