খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেছে মো. মাসুদ (৩৫) নামে এক পথচারী। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার ফোজদারহাটস্থ সাঙ্গু রোডের সামনে মহাসড়কে এঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে চট্টগ্রামমুখী আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়।
এসময় দাড়ানো ট্রাকটির সামনেই দাড়িয়ে ছিলেন পথচারী মাসুদ। কাভার্ডভ্যানের জোড়ালো ধাক্কায় ট্রাকটি চলতে শুরু করে। ট্রাকের চাকা উঠে যায় দাড়িঁয়ে থাকা পথচারী মাসুদের শরীরে।
পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ কুমিল্লা জেলার মো মিলনের ছেলে বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই আবুল হাসনাত বলেন, দুইটি গাড়ির সংঘর্ষে এক পথচারী আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসক।
কাভার্ডভ্যান ও ট্রাকটি আটক করা হয়েছে জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানায় এস আই আবুল হাসনাত। তাছাড়া নিহতের মরদেহ পাঁচলাইশ থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
খখ/কেআইডি/প্রিন্স