খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবাকারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আরিফুল ইসলাম (২৮) ও মো. আব্দুল্লাহ (৩৩)।
এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারের রায়হান টাওয়ারের সামনের রাস্তা থেকে আরিফুল ও আব্দুল্লাহকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করার পর শনিবার আদালতে প্রেরণ করা হবে।
খখ/মো মি