খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮ ডাকাত ও ৪ গরু চোরসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতদের কাছ থেকে ৫টি দামি মোবাইল এবং ৪ চোরের কাছ থেকে ২টি গরু উদ্ধার করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে এবং গত ২০ ফেব্রুয়ারি রাতে ১০ নম্বর সলিমপুর ইউপিস্থ দক্ষিণ সলিমপুর ডিসি পার্কের দক্ষিণে কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২ টি গরুসহ ৪ জন গরু চোরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, মো. নাহিদ (২১), মো. সোহেল (২০), মো. জাহাঙ্গীর আলম (৩৫), আশরাফুল হাসান (২৪), সাইফুল ইসলাম ( ২৫), মো. রমজান আলী (২৩), ইমরান হোসেন টিপন (২৫) ও মো. রাজীব (২১)। ৪ গরু চোর হলো- কাউছার (২০), মাহিম (২১), মো. দিদার (২০), হেলাল (৩০)।
পুলিশ জানায়, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম এর নেতুত্বে পুলিশের একটি টিম গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে এবং গতকাল সকালে উপজেলার সলিমপুর ইউপিস্থ দক্ষিণ সলিমপুর ডিসিপার্ক এর দক্ষিণে কেওড়া বাগানের ভিতরে অভিযান চালিয়ে ৪ গরুচোরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি চোরাই গরু তাদের কাছ থেকে উদ্ধার করে। অভিযানে গ্রেপ্তার ৮ ডাকাতের কাছ থেকে ৫টি দামি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। গত দুই মাসে একাধিক চোর-ডাকাত ও অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, চোর-ডাকাত এবং অপরাধীদের বিরুদ্ধে আমি সব সময় সক্রিয়।
খখ/মো মি