খাসখবর চট্টগ্রাম ডেস্ক : মহামারী করোনাভাইরাস সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় চট্টগ্রামের দুই থানাধীন দুই ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। নগরীর চকবাজার থানাধীন চকবাজার ওয়ার্ডের জয়নগর আবাসিক এলাকাসহ ওয়ার্ডের কিছু অংশ ও নগরীর পাহাড়তলী থানাধীন ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাট্টলীর কিছু এলাকা রেড জোন ঘোষণা করা হয়।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে মাইকিং করে রেড জোনের ঘোষণা দেয় সংশ্লিষ্ট থানায় পুলিশ প্রশাসন। এ সময় প্রয়োজন ছাড়া এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের না হতে পরামর্শও দেয়া হয়।
এব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার এ প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় প্রশাসনের সিদ্ধান্তে জয়নগর আবাসিক এলাকাসহ আশপাশের কিছু রেড জোন ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, রেড জোনের আওতায় থাকা এলাকার বাসিন্দাদের সার্বিক সহায়তা করবে পুলিশ ও প্রশাসন।
জানা গেছে, আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে ৬০ জনের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ থাকলে ওই এলাকাকে রেড জোন হিসেবে গণ্য করা যাবে।
সেই হিসেবে চকবাজার এলাকার এই অংশে করোনা আক্রান্তের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। তাই এই এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।
এদিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান ইমাম বলেন,১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কিছু অংশ রেড জোন ঘোষণা করা হয়েছে। এসময় এলাকার বাসিন্দারা রেড জোনের নিয়মকানুন মেনে চলবে এবং আমাদেরকে সহযোগিতা করবে আশা করছি। আমরাও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছি।
এর আগে গত বছরের ২ জুন মহানগরীর ১২ থানায় রেড়জোন ঘোষণা করা হয়েছিল।
এদিকে, গত এক মাসে চট্টগ্রামে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত পুরো জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৭২ জনের। আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৫৭৪ জন।
খখ/মো মি