খাসখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মহামারী করোনা ভাইরাসের বিষ ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। সাম্প্রতিককালে করোনাতে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ডের জন্ম দিচ্ছে দেশটিতে।
আড়াই লাখের উপরে সংক্রমনের সংখ্যা গুনতে হচ্ছে গেল কদিন ধরেই। এবার মৃত্যুতে সৃষ্টি করেছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হলো দেশটি।
একদিনে ভারতে নতুন করে ১ হাজার ৭৬১ জন করোনা রোগী মারা গেছে বলে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। মহামারি শুরুর পর থেকে একদিনে এতোবেশি মৃত্যু আগে কখনো দেখেনি দেশটি।
গত কয়েকদিনের ধারাবাহিকতা আজও রয়ে গেছে শনাক্তে। এসময় সংক্রমিত হয়েছে ২ লাখ ৫৯ হাজার মানুষ।
সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্র অঙ্গরাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫৮ হাজার ৯২৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এসময় মৃত্যু হয়েছে ৩৫১ জনের।
খখ/প্রিন্স