চট্টগ্রামে দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

চট্টগ্রামে,মাদক,কারবারি,ইয়াবা,গোয়েন্দা পুলিশ,আটক

খাসখবর চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানা নেভী হাসপাতাল গেইটস্থ একটি ভবনের সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

thai foods

ইয়াবা বিকিকিনির উদ্দ্যেশে কতিপয় মাদক কারবারিরা অবস্থান করছে গোপন তথ্য পেয়ে গতকাল সন্ধ্যার দিকে অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা পুলিশের টিম।

অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ অভিযানের তথ্যটি নিশ্চিত করে বলেন অভিযানে মোহাম্মদ আজিজ (২৬) ও নুরুল মোস্তফা (২৫) নামে দুই যুবককে আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় মামলা করা হয়েছে।

খখ/প্রিন্স

আগেকরোনাভাইরাসে আক্রান্ত হলেন রাহুল গান্ধী
পরেরেমিটেন্স যোদ্ধাদের বিশেষ ফ্লাইট, মরার উপর খাঁড়ার ঘা-সুজন