মঙ্গলে নাসার হেলিকপ্টার

খাসখবর প্রযুক্তি ডেস্ক : সম্ভাব্য কারিগরি সমস্যার ইস্যুতে এক সপ্তাহের বেশি বিলম্বের পর আমেরিকার মহাকাশ সংস্থা নাসা বলেছে , তাদের কৌতুহলী হেলিকপ্টার যথাসম্ভব সোমবার প্রথম লাল গ্রহ মঙ্গলের আকাশে উড্ডয়ন করবে।

thai foods

এই মার্স মিনি হেলিকপ্টার হবে এযাবৎ অন্য গ্রহে পরিচালিত স্ব-নিয়ন্ত্রিত প্রথম ফ্লাইট। এর মাধ্যমে নাসা মঙ্গলের পরিস্থিতি সম্পর্কে প্রচুর নতুন তথ্য সংগ্রহে সক্ষম হবে।

মহাকাশ সংস্থা শনিবার জানায়, “সোমবারের (১৯ এপ্রিল) আগে মার্স হেলিকপ্টার প্রথম ফ্লাইট উড্ডয়ন হবে না।”

স্ব-নিয়ন্ত্রিত এই ফ্লাইটের কয়েক ঘণ্টা পরেই হেলিকপ্টার থেকে পাঠানো ডাটা পৃথিবীতে পৌঁছাবে। এতে রাত সাড়ে তিনটা (গীনিচ টাইম ০৭৩০ ) পর্যন্ত সময় লাগতে পারে।

এটি গত রবিরার উড্ডয়নের কথা ছিল, ৪ পাউন্ড ওজনের হেলিকপ্টারটির হাই স্পিড টেস্টের পরে ফ্লাইটটির উড্ডয়ন বাতিল করা হয়।

নাসা বলেছে, মঙ্গলে ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ, পৃথিবীর বায়ুমণ্ডলের বর্তমান চাপের চেয়ে মঙ্গলের চাপ এক শতাংশের কম, এ জন্য হেলিকপ্টার উড্ডয়ন পিছিয়ে দেয়া হয়।

খখ/মো মি

আগেলকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা বরাদ্দ!
পরেরান পাহাড়ের পথে টাইগাররা