খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.সাইফুল ইসলামকে।
তিনি মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পদে কর্মরত ছিলেন।
একই আদেশে বর্তমান পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে কৃষ্ণ পদ রায়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল।
সদ্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। তিনি ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন সময়েই তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। এ কারণে তাকে বদলি করা হয় ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়।
পরবর্তীতে ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। এরপর তাকে মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়।
খখ/মো মি