হেফাজতের ১৬ মামলার তদন্তের দায়িত্ব পেলো পিবিআই

হেফাজতের,মামলার, তদন্তের, দায়িত্ব,পিবিআই

খাসখবর রাজনীতি ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় দায়ের করা ১৬টি মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

thai foods

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, গত ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ে হেফাজতের সহিংসতায় সারাদেশে যেসব মামলা হয়েছে, সেগুলো থেকে ১৬টি মামলার তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে।

কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ অঞ্চলে সহিংসতার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।

পিবিআই প্রধান জানান, মামলার তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আলামত ও সাক্ষ্য সংগ্রহে একটি তদন্ত কর্মকর্তাদের একটি গাইড লাইনও দেওয়া হয়েছে।

নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

খখ/মো মি

আগেশপিংমল ও দোকানপাট খুলতে পারে সোমবার-আশা করছেন ব্যবসায়িরা
পরেদেশের মানুষ আজ আতঙ্কিত : মির্জা ফখরুল