ফের ৩ বছর দায়িত্ব বাড়ল সিডিএ চেয়ারম্যান দোভাষের

এম জহিরুল আলম দোভাষ,সিডিএ,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,চেয়ারম্যান

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এম জহিরুল আলম দোভাষের আরও তিন বছর বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

thai foods

উপসচিব মো. আলিউর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৭ (১) এবং ৭৯২) অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োজিত এম জহিরুল আলম দোভাষকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ২৪ এপ্রিল ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ, ২০১৯ সালের ২৪ এপ্রিল দুই বছরের জন্য প্রথমবারের মতো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম জহিরুল আলম দোভাষ।

খখ/প্রিন্স

আগেমির্জা আব্বাসকে শোকজ করলো বিএনপি
পরেআরো ৩৫ হাজার ডিজিটাল ল্যাব হবে ৪ বছরে : প্রযুক্তি প্রতিমন্ত্রী