খাসখবর চট্টগ্রাম ডেস্ক: পর পর দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন।
গত মে ও জুন -২০২৪ দুই মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অভিন্ন মানদন্ডের আলোকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুনকে।
গত ৩ জুন মাসিক অপরাধ পর্যালোচনা সভায়
ফেব্রুয়ারি ও মার্চ -২০২৪ দুই মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছিলেন।
গত ১৪ জুলাই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম পিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পদক ও সনদ তুলে দেন
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুনের হাতে।
সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধতন কর্মকর্তারা।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন খাসখবর ডট নিউজকে বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের। প্রত্যেক অর্জনই কাজের প্রেরণা জোগায়। অপরাধ রোধ করা পুলিশের কাজ। সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে, জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা সবসময় সচেতন। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার এ কাজ অব্যাহত থাকবে। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম জোরারগঞ্জ’ এর অক্লান্ত পরিশ্রম জড়িত।
পাশাপাশি আমার প্রিয় সহকর্মী ও প্রিয় জোরারগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৃতি সন্তান জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন ইতিপূর্বে দীর্ঘ সময় ধরে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
খখ/মো মি