খাসখবর খেলা ডেস্ক: বুধবার আশুরার ছুটি থাকলেও নির্বাহী কমিটির সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবাই সশরীরে না থাকলেও ভার্চুয়ালি যোগ দিয়েছেন অনেকে। বাফুফে নির্বাচনের তারিখ ঠিক করতেই এমন সভা। সভা শেষে জানানো হয়েছে, ২৬ অক্টোবর নির্বাচন করতে চায় বাফুফে।
বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩ অক্টোবর। ঠিক এর তিন সপ্তাহ পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এখন ফিফার অনুমোদন প্রয়োজন। কারণ প্রতিবন্ধকতার কারণে মেয়াদের মধ্যে নির্বাচন করা যাচ্ছে না, ‘ফিফার সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক যোগাযোগ করবে৷ সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতার বিষয়টি ফিফাকে অবহিত করা হবে। ফিফা অনুমোদন পেলে ২৬ অক্টোবর নির্বাচন হবে।’
ফিফা যদি বাফুফের অনুরোধ না মানে তাহলে কী হবে? এর উত্তরে বাফুফে প্রধান বলেছেন, ‘ফিফার নির্দেশনা তো মানতেই হবে।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০০৮ সাল থেকে সভাপতি। চার মেয়াদে সভাপতি হওয়ার পর পুনরায় নির্বাচন করতে পারেন তেমন কথা শোনা যাচ্ছে। তবে পঞ্চম মেয়াদে আবার সভাপতি পদে নির্বাচন করার ব্যাপারটি এড়িয়ে গেছেন এভাবে, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়।’
খখ/মো মি