স্থগিত করা হলো এইচএসসির আরো চারটি পরীক্ষা

খাসখবর শিক্ষা ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় চলমান এইচএসসি পরীক্ষার আগামী সপ্তাহে অনুষ্ঠেয় চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

thai foods

পরীক্ষাগুলো আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে এইচএসসির ৮টি পরীক্ষা স্থগিত করা হলো।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি গণমাধ্যমকে জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন করে চারটি পরীক্ষা স্থগিত হওয়ার আগে তপন কুমার সরকার জানিয়েছিলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। তবে তারিখ জানানো হয়নি।

এর আগে, প্রথমে ১৮ জুলাই, পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

খখ/মো মি

আগে‘পুলিশ মারলে ১০ হাজার, ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা দেওয়া হবে”-ডিবিপ্রধান
পরেঢাকা, চট্টগ্রামসহ কোন জেলায় কখন কারফিউ শিথিল