যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কনস্যুলেটে ‘হামলা’, নামানো হলো বঙ্গবন্ধুর ছবি

ইন্ডিয়া টুডের প্রতিবেদন

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি কনস্যুলেটে হামলার ঘটনা হয়েছে। সেই সময় শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামানো হয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

thai foods

ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা ওই ভবনে প্রবেশ করেছে এবং দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামাচ্ছে। ইন্ডিয়া টুডে বলছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কনস্যুলেটে কেন হামলা হলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ভিডিওতে আরও দেখা যায়, মাথায় বাংলাদেশি পতাকা পেচানো কিছু বিক্ষোভকারী কনস্যুলেটে হট্টগোল করছে এবং কেউ কেউ কিছু বই সরিয়ে ফেলছে।

ব্যাপক শিক্ষার্থী আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে যান। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন।

খখ/মো মি

আগে১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটকদের মুক্তি
পরেমুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া