সপরিবারে ভারতে যেতে পারলেন না জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

ফেরত পাঠিয়েছে আখাউড়া ইমিগ্রেশন

খাসখবর গণমাধ্যম ডেস্ক: স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে।

thai foods

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।

শ্যামল দত্ত আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, বিকাল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত দেন। এ সময় ভারত যেতে ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের অনুনয় করেন তিনি।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি ফিরে গেছেন।

খখ/মো মি

আগেবিমানবন্দরে আটক সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
পরেশেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র