“সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে”-আন্দালিব রহমান পার্থ

খাসখবর রাজনীতি ডেস্ক:বঙ্গভবনে রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুউদ্দিন এর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

thai foods

বঙ্গভবনে রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুউদ্দিন এর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বর্তমান অবস্থায় দেশে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বুধবার (৭ আগষ্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুউদ্দিন এর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে তিনি এই কথা বলেন।

পার্থ বলেন, সরকার পতনের পর রাজনৈতিক নেতাদের সাথে রাষ্ট্রপতির সাথে আলোচনার সময় আমি জেলে ছিলাম। এজন্য আজ দেখা করতে এসেছি। অন্তর্বর্তী সরকার নিয়ে কথা হয়েছে। যে মারামারি হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে তিনি বলেন, বর্তমান ব্যবসায়ী সংগঠনের নেতা তারা আগের সরকারের লোক। তাই ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করতে ভালো ব্যবসায়ীদের সাথে আলোচনা করা উচিত। যাতে অর্থনীতি স্বাভাবিক থাকে। দেশ পরিচালনার জন্য আমলাদের কম্ফোর্ট জোনে আনতে হবে। রাষ্ট্রে যেন কোনো ধাক্কা না লাগে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি।

খখ/মো মি

আগেদেশের যেসবস্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত
পরেহামলা-লুটপাট বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহবান ৫৮ নাগরিকের