খাসখবর চট্টগ্রাম : সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ১৪ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিল নিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে দুই মাদক কারবারি। ফেনী থেকে প্রাইভেট কারে করে এসব মাদক চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন তারা।
গোপনে এ খবর পৌছে যায় র্যাবের বিশেষ টিমের কাছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে র্যাব সদস্যরা। আটক দুজন হলেন, নগরীর চান্দগাঁও থানার ৬ নম্বর ওয়ার্ড সিরাজ কন্ট্রাক্টরের বাড়ির আবদুস সালামের ছেলে মো. আবু সুফিয়ান ও লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব কাঞ্চনপুর ইউনিয়নের মো. কালু মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন।
এ বিষয়ে র্যাব-৭ সহকারী পরিচালক মিডিয়া মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় বিশেষ তল্লাশী চেক পোস্ট বসিয়ে প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১১-৬৯৮৭) থেকে ৯৯ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে উদ্ধারকৃত মাদক এবং জব্দ প্রাইভেট কারসহ দুজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
খখ/প্রিন্স