শ্রীদেবীর ৬১তম জন্মদিন, যেভাবে পালন করলেন তার পরিবার

খাসখবর বিনোদন ডেস্ক: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী পেয়েছিলেন বলিউডের প্রথম নারী সুপারস্টারের খেতাব। বেঁচে থাকলে আজ ৬১তম জন্মদিন পালন করতেন জনপ্রিয় এ অভিনেত্রী। তবে জন্মদিনে তাকে মনে করতে ভুলে যাননি পুরো পরিবার।

thai foods

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ৬১তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করলেন প্রযোজক-স্বামী বনি কাপুর ও তাদের মেয়ে খুশি কাপুর। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে মুল্যবান মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন তারা।

মায়ের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সকালেই জাহ্নবী কাপুর হাজির হন মন্দিরে। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সেই পোস্টের ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। তোমাকে ভালবাসি।’

প্রথম ছবিটিতেই দেখা যায় তিরুপতি মন্দিরের সিঁড়ি। বোঝা যায়, এই সিঁড়ি ভেঙেই মন্দিরে যাবেন অভিনেত্রী। এরপর নিজের ছোটবেলার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে মা শ্রীদেবীর কোলে বসে আছে সেই ছোট্ট জাহ্নবী।

পোস্টে জাহ্নবীর বর্তমান ছবিরও দেখা মেলে। তিরুপতি মন্দিরে যাওয়ার পথে বা ফিরে এসে ছবিটি তোলা। কারণ, হলুদ দক্ষিণী সিল্কের শাড়ি পরা অবস্থায় অভিনেত্রীর কপালে দেখা যাচ্ছে তিলক। ভারী গলার হার, কানের ঝুমকার সঙ্গে জাহ্নবী পরেছেন কোমরবন্ধও। রোদ্দুরের সকাল উপভোগ করছেন চোখ বন্ধ করে।

এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে খুশি কাপুর তার শৈশবের দিনগুলির ছবি পোস্ট করেছেন, যেখানে তার মা (শ্রীদেবী) এবং বোন (জাহ্নবী) রয়েছে।

এদিকে সোমবার মধ্যরাতে শ্রীদেবীর স্বামী-প্রযোজক বনি কাপুর বিশেষ দিনে প্রয়াত স্ত্রীকে ‘জান’ বলে শুভেচ্ছা জানান। একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার জান’।

পোস্টটি আপলোড করা মাত্রই কমেন্ট সেকশনে ভরিয়ে দেন ভক্তরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শুভ জন্মদিন হাওয়া হাওয়াই। আমরা আপনাকে খুব মিস করি।’ আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সে সবসময়ই সেরা’।

১৯৬৩ সালে শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান নামে জন্মগ্রহণ করেন। তিনি ‘চাঁদনী’, ‘লামহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘নাগিনা’, ‘সাদমা’ এবং ‘ইংলিশ ভিংলিশ’ এর মতো সিনেমায় তার আইকনিক ভূমিকার জন্য পরিচিত।

পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় সিনেমাতেও অসাধারণ অভিনয় করে ছাপ রেখে গিয়েছেন। তার শেষ চলচ্চিত্র ছিল ‘মম’। যার জন্য তিনি মরণোত্তর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই হোটেলের বাথরুমের বাথটবে ডুবে মারা যান অভিনেত্রী।

খখ/মো মি

আগেডিএমপির ৫ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি
পরে“সাকিবকে নেওয়া হয়েছে মেধার ভিত্তিতে”- প্রধান নির্বাচক