শচীন টেন্ডুলকারের আজ ৪৮তম জন্মদিন

শচীন টেন্ডুলকার,জন্মদিন,ভারতের, ক্রিকেট
ছবি মুম্বাই ইন্ডিয়ানস

খাসখবর খেলাধুলা ডেস্ক : ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার আজ (২৪ এপ্রিল) ৪৮ বছর পূর্ণ করলেন।

thai foods

ক্রিকেট বিশ্বে তারকার সুখ্যাতির অভাব নেই। যুগে যুগে ক্রিকেট প্রেমীরা ভিন্ন ভিন্ন তারকাদের দেখেছে। তবে যিনি নিজেকে একাই বিশ্ব দরবারে সবার থেকে আলাদা করে রেখেছেন। ইনিই হলেন লিটল মাস্টার শচীন রমেশ টেন্ডুলকার।

১৯৭৩ সালের ২৪ এপ্রিল ভারতের মুম্বাইয়ে নির্মল নার্সিং হোমে আজকের এদিনে জন্ম নিয়েছিলেন শচীন। তাঁর বাবা রমেশ টেন্ডুলকার ছিলেন মারাঠি উপন্যাসিক। মা রজনী তেন্ডূলকার ছিলেন বীমা কর্মকর্তা।

উপন্যাসিক বাবা বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেব বর্মণের নামানুসারে ছেলের নাম রাখেন শচীন। এই বিশ্বখ্যাত শচীন টেন্ডুলকার ৪৮ বছর পূর্ণ করলেন আজ।

ক্রিকেটের নতুন সংস্করণ টি-২০ বাদে ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই ব্যাটিংয়ে সব রেকর্ডই শচীনের দখলে। ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন সেই স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন।

পরে হয়েছেন ক্রিকেট পন্ডিত। আর যখন পূর্বের সকল রেকর্ড ভেঙেছেন তখন হয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’।

১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের। একই বছরের ডিসেম্বরে হয় ওয়ানডে অভিষেক।

ওয়ানডেতে রেকর্ড ৪৬৩ ম্যাচ খেলে ৪৪.৮৩ গড়ে করেছিলেন রেকর্ড ১৮৪২৬ রান। রয়েছে ৯৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৪৯টি সেঞ্চুরি। টেস্টে খেলেছেন ২০০টি ম্যাচ। যেখানে ৫৩.৭৮ গড়ে করেছেন ১৫৯২১ রান। ৬৮টি হাফ সেঞ্চুরির আর ৫১টি সেঞ্চুরি।

শচীন ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে দুই ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন।

ছয়টি বিশ্বকাপ খেলা শচীন ২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সকল প্রাপ্তি পূর্ণ করেন। পরে ২০১২ সালে ওয়ানডে ও ২০১৩ সালে সর্বশেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় দিয়ে অবসরে যান শচীন।

ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার পেশায় একজন ডাক্তার।

খখ/মো মি

আগেগ্ৰেফতার হলো হেফাজতের নায়েবে আমির আব্দুল কাদের
পরেকরোনার নতুন মাস্ক আবিষ্কার,সংস্পর্শে এলেই মরবে জীবাণু!