বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

খাসখবর খেলা ডেস্ক: পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।

thai foods

বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন সভাপতি ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে বিসিবির এক পরিচালককে পদত্যাগের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। তার (নাজমুল হাসান পাপন) আগে সোমবার (১৯ আগস্ট) পদত্যাগ করেন বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস।

২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বিসিবির সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় সংসদের একজন নির্বাচিত সাংসদও ছিলেন পাপন। ২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন তিনি। গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমানতালে চালিয়ে যান বিসিবি সভাপতির দায়িত্ব। তাঁর নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবের। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাঁকে।

অন্যদিকে বিসিবি সভাপতি পদের জন্য ফারুক আহমেদ ছাড়াও সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিমের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সাবেক প্রধান নির্বাচকের কাঁধেই দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভার উঠেছে।

জানা গেছে, বিসিবির গঠনতন্ত্র অনুসারে, সভাপতি হতে পারবেন কেবল বোর্ড পরিচালকেরাই। ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। তবে গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীতি বিসিবি পরিচালক জালাল ইউনুসের পদত্যাগে এ জটিলতা কেটেছে।

প্রথমে এনএসসির মাধ্যমে মনোনীত করে বিসিবি পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ সালে অভিষেকের পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭ ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। তাঁর অধিনায়কত্বেই ১৯৯৪ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ।

এরপর দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালনের পর ২০১৩ সালে আবারও প্রধান নির্বাচক করা হয় ফারুক আহমেদকে। তবে দ্বিতীয় মেয়াদটা সুখকর ছিল না তাঁর জন্য। ২০১৬ সালে তিনি পদত্যাগ করে বিসিবি ছেড়েছিলেন।

খখ/মো মিব

আগেফেনীতে বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ
পরেসিজেকেএসের কমিটিও বিলুপ্ত