খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকার সমুদ্র উপকুলস্থ এম এম শিপ ইয়ার্ডে দুই শ্রমিক আগুনে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ওই শিপ ইয়ার্ডে গ্যাস দিয়ে পুরাতন জাহাজের লোহার পাইপ কাটার সময় দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ হওয়া দুজনের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। এর নাম বেলাল। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। নগরীর পাহাড়তলী এলাকার একটি ক্লিনিকে বেলালকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা জানতে শিপ ইয়ার্ডটির মালিক মো. মহসীনকে ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুই শ্রমিক দগ্ধ হওয়ার তথ্যটি নিশ্চিত করেন শ্রমিকদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা ইপসা’র সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন।
অন্যদিকে কারখানা ও স্থাপনা পরিদর্শন অধিদফতরের উপ-পরিদর্শক জেনারেল আবদুল্লাহ আল সাকিবও দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি জানিয়েছেন দুজনের অবস্থা তেমন গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খখ/প্রিন্স