করোনার আবারও বড় লাফ : ফের শতাধিক মৃত্যু-শনাক্ত ২৯২২

মারা গেছে ১০১ জন, সুস্থ হয়েছে ৪৩০১ জন

করোনা,আক্রান্ত,শনাক্ত,মৃত্যু,সুস্থ,দেশে

খাসখবর মহামারী : দেশে চারদিন পর আবারো বড় লাফ দিল মহামারী করোনা। ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে ফের শতাধিক মৃত্যুর পরিসংখ্যান শুনালো স্বাস্থ্য অধিদফতর।

thai foods

এরআগে গত চার দিন যথাক্রমে ৮৩, ৮৮, ৯৮, ৯৫ জন করে মৃত্যুতে কিছুটা স্বস্থি পেলেও করোনার ফের ভয়াবহ রুপ প্রকাশ করা হয় রবিবার প্রেরিত প্রতিবেদনে।

গত ২৪ ঘন্টায় এ ভাইরাসের বিষে নতুন করে প্রাণ গেছে ১০১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১০১ জনের মধ্যে পুরুষ ৫২ জন। আর নারী ৪৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি।

এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনাভাইরাস নিয়ে রোববার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।

গত ১৯ এপ্রিল দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছিল। তার আগের তিন দিনে যথাক্রমে ১০২, ১০১, ১০১ জন করে মৃত্যুবরণ করেছিল।

খখ/প্রিন্স

আগেকরোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ সোমবার থেকে
পরেবাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা ১৪ দিনের জন্য