সিডিএর বোর্ড সদস্য হলেন সাংবাদিক জাহিদুল করিম কচি

সাংবাদিক-আইনজীবী-প্রকৌশলীসহ ৭ জন বোর্ড সদস্য

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের প্রতিথযশা, বরেণ্য সাংবাদিক এ.এস.এম. জাহিদুল করিম কচি’কে সরকার চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

thai foods

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সাংবাদিক-আইনজীবী-প্রকৌশলীসহ মোট সাত জনকে তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য হিসাবে নিয়োগ দেন।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন শাখা) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে রবিবার এটি জানাজানি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫(১) (ড) ও ৫ (২) ধারা অনুযায়ী ওই সাতজনকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর করা হবে।

নতুন বোর্ড সদস্যরা হলেন—ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, এবিনিউজ২৪বিডিডটকমের রেসিডেন্ট এডিটর এ এস এম জাহিদুল করিম, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি সৈয়দা জারিনা হোসাইন, স্থপতি ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী।

খখ /মো মি

আগেদেশের ১২ সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ
পরে“ভারতের সঙ্গে ‘বরফ গলতে শুরু করেছে”- মির্জা ফখরুল