চট্টগ্রাম নৌ পুলিশের অভিযান: ৯০০ কেজি ইলিশসহ ১১০০ কেজি মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর সমুদ্র উপকূলবর্তী এলাকা দক্ষিণ কাট্টলি রাসমনি ঘাট থেকে মজুদ করা ৯০০ কেজি ইলিশসহ ১১০০ কেজি মাছ জব্দ করেছে চট্টগ্রাম নৌ পুলিশ।

thai foods

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এক অভিযানে ছালাউদ্দিন জমিদারের ভাড়া জালঘর থেকে এসব মাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নেতৃত্বে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামউল্লাহ ও কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়ালী উদ্দিন আকবরসহ থানা-ফাঁড়ির অফিসার এবং ফোর্স এ অভিযানে অংশ নেন।

এবিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. একরামউল্লাহ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ‘প্রায় ৯০০ কেজি ইলিশ ও ২০০ কেজি পোয়া মাছ শুটকি করার জন্য সেখানে রাখা হয়েছিল। নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মহোদয়ের এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মাছের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানায় এবং অসহায় মানুষের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।’

খখ/মো মি

আগেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ মন্ত্রণালয়ে
পরেঘূর্ণিঝড় ‘ডানা’ চট্টগ্রাম বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দূরে