দেশে আরো ৯৭ জনের প্রাণ গেল করোনায় : একদিনে শনাক্ত ৩৩০৬

করোনা,আক্রান্ত,শনাক্ত,মৃত্যু,করোনায়

খাসখবর মহামারী ডেস্ক : মহামারী করোনায় সারাদেশের আরো ৯৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে গত ২৪ ঘন্টায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ১৫০ জনে।

thai foods

তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।

সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ২৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ।

দেশে শেষ ২৪ ঘণ্টায় মৃত এই ৯৭ জনের মধ্যে ৬১ জন পুরুষ, ৩৬ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৩ জন। বাসায় মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১১ হাজার ১৫০ জনের মৃত্যু হলো। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯ জন ষাটোর্ধ্ব, ২১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ২১-৩০ বছরের মধ্যে দুজন করে এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যে ৯৭ জন মারা গেছেন, তাদের ৬৩ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহীর চারজন, খুলনার ছয়জন। এছাড়া বরিশালের তিনজন, সিলেটের ছয়জন, রংপুরের দুইজন এবং ময়মনসিংহের একজনের মৃত্যু হয়েছে।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে করোনায় মৃত্যু ছাড়াল ৫শ : একদিনে ৭ জন-শনাক্ত ২০৮
পরেএক সপ্তাহ বাড়ছে চলমান লকডাউন