ডবলমুরিং থানা পুলিশের অভিযান: ইয়াবাসহ ১৫ মামলার আসামী-মাদক ব্যবসায়ী নাজমুল আলম মিঠু গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫ মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. নাজমুল আলম মিঠুকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

গত ১০ নভেম্বর রাত পৌনে ১০টার সময় ডবলমুরিং মডেল থানাধীন বেপারীপাড়াস্থ মসজিদ গলি সংলগ্ন আবুল কাশেমের রিক্সার গ্যারেজের সামনে রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গ্রেফতার ১৫ মামলার আসামী, চিহ্নিত মাদক ব্যবসায়ী মো.নাজমুল আলম মিঠু (৩৪) ফেনী জেলার পরশুরাম থানার ১নং মির্জাপুর ইউনিয়নের পূর্ব সাহেব নগর, জামাল উদ্দিন এর বাড়ির মোঃ জামাল উদ্দিনের ছেলে। সে বর্তমানে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকার হাজী হোসেনের বিল্ডিংয়ের ৪র্থ তলার ১৭নং কক্ষে বসবাস করে।

এবিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী রফিক আহাম্মদ।
তিনি জানান, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম ডবলমুরিং’ অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫ মামলার আসামী-চিহ্নিত মাদক ব্যবসায়ী মো.নাজমুল আলম মিঠু (৩৪)কে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় ১৩টি এবং বন্দর ও আকবরশাহ থানায় ১টি করে মাদক আইনে মামলা রয়েছে।

  • খখ/মো মি
আগেসারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
পরে‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, যা বললেন ফারুকী