খাসখবর বিভাগীয় ডেস্ক: ঢাকা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর এসপি আনিসুজ্জামান। এছাড়া কুমিল্লা জেলায় নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
ঢাকা মহানগরের বাইরে সাতটি থানা নিয়ে গঠিত ঢাকা জেলা পুলিশের আওতাভুক্ত এলাকা। থানাগুলো হচ্ছে সাভার, কেরাণীগঞ্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও আশুলিয়া।
কুমিল্লায় এসপি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ নাজির আহমেদ খাঁন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে আছেন।
একই প্রজ্ঞাপনে, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত এসপি মনিরুজ্জামানকে এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি সংখ্যাতিরিক্ত এসপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন।
খখ/মো মি