খাসখবর সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলকার পিএইচপি ইউটার্ন মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৪ মার্চ) ভোরে মহাসড়কেই দাড়িয়ে থাকা (চট্রমেট্রো ঢ- ৮১-৩৬০৪) লরির পেছনে দ্রুতগতির (ঢাকা মেট্রো ট-২০-৯৭৮৩) মালবাহী ট্রাক ধাক্কা দিলে প্রাণহানির ঘটনাটি ঘটে।
নিহতদের একজন হলেন দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক মো. মাহবুব (৩২) ও একই ট্রাকের চালকের সহকারি মো. হাবীব (২৫)। এর মধ্যে মাহবুব নওগা জেলার দৌগাছি এলাকার মো. মোতালেবের ছেলে এবং সহকারী হাবীব একই জেলার বানগাঁও শান্তর হাট এলাকার মো. সেলিমের ছেলে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে ট্রাকের ভেতরে আটকে থাকা দুটি মরদেহ উদ্ধার করে।
লাশ দুটি উপজেলার বার আউলিয়া থানার নিকট হস্তান্তর করা হয়েছে জানিয়ে ঘটনার তদন্ত করতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে জানালেন নুরুল আলম দুলাল।
খখ/দুলু/প্রিন্স