সিএমপির কোতোয়ালী থানায় নতুন ওসি মো. আবদুল করিম

ডিসি (দক্ষিণ) লিয়াকত আলী খানের পর এবার বদলি করা হলো ওসি কোতোয়ালিকে

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির ইন্সপেক্টর মো. আবদুল করিমকে।

thai foods

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানের পর এবার বদলি করা হয়েছে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরীকে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের ঘটনার দুদিন পর তাঁর বদলির আদেশ এলো।

তাঁর স্থলে সিএমপির বিশেষ শাখার ইন্সপেক্টর মো. আবদুল করিমকে পদায়ন করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

বদলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

একই আদেশে বলা হয়, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে সিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার বন্দর বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে ঘটনার দিন রাতেই দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বিতর্কের সৃষ্টি করে। পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি

কোতোয়ালী থানায় নতুন ওসি হিসাবে দায়িত্ব পাওয়া ইন্সপেক্টর মো. আবদুল করিম ইতিপূর্বে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় আড়াই বছর ও সিএমপির ইপিজেড থানায় এক বছর অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি বগুড়া জেলায়।

খখ/মো মি

আগেশক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন”-তারেক রহমান
পরেচিন্ময় কৃষ্ণ দাস ইস্যু নিয়ে জয়শঙ্করের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক