মে মাসেই আসছে রাশিয়া থেকে ৪০ লাখ ডোজ ভ্যাকসিন

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক : সরকার করোনা ভ্যাকসিনের সংকট নিরসনে জোর তৎপরতা চালাচ্ছে। তার অংশ হিসেবে রাশিয়া থেকে করোনা ভ্যাকসিন আনার উদ্যোগ নিয়েছে।

thai foods

রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ আগামী মে মাসে দেশে আসবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় এই টিকা অনুমোদনের সিদ্ধান্তের পর তিনি একথা জানান।

তিনি বলেন, মে মাসের মধ্যে রাশিয়ার টিকা পাওয়া যাবে। আপাতত ৪০ লাখ ডোজ পাওয়া যাবে। আজ আমরা রাশিয়ার টিকার অনুমোদন দিলাম, আগামীতে চীনের সিনোফার্মের টিকারও অনুমোদন দেওয়া হবে।

এর আগে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশে রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি।

খখ/মো মি

আগেকরোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-কাদের
পরেচিহ্নিত হয়েছে হেফাজতে ইসলামের ৩১৩ অর্থ জোগানদাতা