টেকনাফ উপকূলে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার,ট্রলার জব্দ

টেকনাফ, উপকূলে, মালয়েশিয়াগামী,রোহিঙ্গা, উদ্ধার,ট্রলার, জব্দ

খাসখবর বিভাগীয় ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বাহারছড়া বড়ডেইল সমুদ্রসৈকতে তীরে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

thai foods

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে টেকনাফ উপকূলে মাছ ধরার একটি ট্রলারে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩০ জনের মধ্যে ৫ জন শিশু ও ৫ জন পুরুষ ছাড়া বাকি সবাই নারী। পুরুষ ৫ জনের মধ্যে চারজনই দালাল চক্রের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কোস্টগার্ডের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আমিরুল হক মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গাকে উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। এসময় রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। উদ্ধার রোহিঙ্গারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি সাংবাদিকদের বলেন, গত ২৩ এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

গত ২৫ এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় ডাকাতদের কবলে পড়ে তারা। ডাকাতরা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিন বিকল করে দেয়।

আমিরুল হক বলেন, রোহিঙ্গা বোঝাই ট্রলার ভেড়ার খবর পেয়ে কোস্টগার্ড সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ট্রলারটি জব্দ করে।

পরে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দলও সেখানে পৌঁছায়। উদ্ধারকৃত রোহিঙ্গারা বর্তমানে টেকনাফ থানায় পুলিশ হেফাজতে আছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মালয়েশিয়ায় চাকরি ও তরুণীদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে দালালরা উপকূলে একত্র করে তাদের। এরপর দালালরা তাদের ছোট নৌকায় সমুদ্রের মাঝপথে মাঝারি আকৃতির ট্রলারে তুলে দেয়।

তিনি আরও বলেন, এই ট্রলার দিয়ে রোহিঙ্গাদের সাগরে আরেকটি বড় জাহাজে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ায় জাহাজে পৌঁছানো সম্ভব হয়নি। খবর পেয়ে কোস্টগার্ড রোহিঙ্গাদের উদ্ধার করে।

রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারে জড়িতদের চিহ্নিত করা হবে বললেন ওসি। অন্যদিকে করোনা স্বাস্থ্যবিধি মেনে এবং যাচাই বাছাই করে এসব রোহিঙ্গাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

খখ/প্রিন্স

আগেজুতার দাম ১৫ কোটি টাকা!
পরেরাশিয়ার সঙ্গে টিকা উৎপাদনে চুক্তি প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্য-সুজন