খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ থানা পুকুরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি চায়না রাইফেল উদ্ধার করেছে।
গত ২৩ জানুয়ারি বিকালে চাটখিল থানা প্রাঙ্গনের ভিতর বড় পুকুর হতে চায়না রাইফেলটি উদ্ধার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম চাটখিল’ ২৩ জানুয়ারি বিকাল সোয়া পাঁচটায় সময় চাটখিল থানা প্রাঙ্গনের ভিতর বড় পুকুরে তল্লাশি চালায়। এ সময় পুকুরের পশ্চিম পাশের ঘাট সংলগ্ন উত্তর পাশে পুকুরের পানির নিচ হতে ১টি চায়না রাইফেল (যার গায়ে ইংরেজীতে বডি নং- 40270, বাট নং- 64 লেখা আছে) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চায়না রাইফেলটি গত ৫ আগষ্ট সংঘটিত থানা আক্রমনের ঘটনায় লুন্ঠিত অস্ত্র ও গুলির মধ্যে একটি।
তল্লাশি অভিযানে অংশ নেন-এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ বাছির উদ্দিন, এএসআই আঃ আলীম ইসলাম।
উল্লেখ্য, গত বছের ৫ আগষ্ট সংঘটিত থানা আক্রমনের ঘটনায় চাটখিল থানা হতে সরকারী-বেসরকারী অস্ত্র ও গুলি লুন্ঠিত হয়।
খখ/মো মি