খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হঠাৎ কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে কোনো ওয়ার্ডে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা।
জানা গেছে, মঙ্গলবার রাতে চমেক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে দুজন ইন্টার্ন ডাক্তারসহ পাঁচ জন আহত হন। এর মধ্যে চমেকের ৫৭ ব্যাচের ইন্টার্ন ডাক্তার ও বর্তমান সভাপতি হাবিবুর রহমান এবং ডাক্তার ওসমান গনি। এছাড়া আরও কয়েকজন আহত হন।
এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা বুধবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন। করোনাকালীন এ সময়ে চিকিৎসকদের হঠাৎ কর্মবিরতিতে চিকিৎসা নিতে আসা হাসপাতালের রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। তবে কর্মবিরতি চললেও চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ ব্যাপারে অবগত নন বলে জানিয়েছেন।
জানা গেছে তিনিটি দাবিতে চিকিৎসকরা এ কর্মবিরতি পালন করছেন। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
দাবি গুলো হলো ১. হামলাকারী চমেকের ছাত্রদের আইনের আওয়াতায় এনে স্থায়ীভাবে বহিস্কার করা। ২. যেসকল বহিরাগতরা এসে হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ৩. চমেকের ইনর্টান চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কয়েকটি ওয়ার্ডে ঘুরে দেখা গেছে কোনোটাতে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয়নি। এনিয়ে দুপুরে ইন্টার্ন চিকিৎসক, হাসপাতাল প্রশাসনের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন আহত। এর জেরে রাতেও উত্তেজনা বিরাজ করে চমেক ছাত্রাবাসে।
খখ/প্রিন্স