খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা পরিবহনে জড়িত একটি মিনি ট্রাক গাড়ি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইয়াবা কারবারিরা হলেন বেলাল উদ্দিন প্রকাশ গুরা মিয়া (২৭), নুরুল আবছার (২৮) ও আমির হোসেন (৩৩)। তাদের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
তিনি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম
চান্দগাঁও’ আজ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার সময় চান্দগাঁও থানাধীন কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে। এসময় ইয়াবা পরিবহনে জড়িত একটি মিনি ট্রাক গাড়ি জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা করা হয়েছে।
অভিযানে ছিলেন এসআই মোঃ ফয়সাল, এসআই মোঃ রাশেদুল ইসলাম, এএসআই মোঃ ফারুক, এএসআই মোঃ জালাল উদ্দিন
খখ/মো মি