খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নগরীর চান্দগাঁও থানায় গুলিতে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিএমপির বর্তমান পুলিশ কমিশনার হাসিব আজিজ।
সাইফুল ইসলামকে গ্রেফতারের পর চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে এবং তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত বছরের জুলাই-আগস্ট মাসে চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন রূপ নেয় এক ভয়াবহ সংঘর্ষে। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন এবং আহত হন পাঁচ শতাধিক মানুষ। দেশজুড়ে এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগই এই প্রাণহানির কারণ। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনও এ ঘটনাকে “রাষ্ট্রীয় সহিংসতা” হিসেবে অভিহিত করেছিল।
এ ঘটনায় সিএমপির বিভিন্ন থানায় ও আদালতে ৮২টির বেশি মামলা হয়। তদন্ত চলাকালে উঠে আসে, আন্দোলন দমন করতে সিএমপির কমিশনার হিসেবে সাইফুল ইসলাম কঠোর ভূমিকা পালন করেছিলেন। তার নির্দেশেই পুলিশের একাধিক ইউনিট সরাসরি গুলিবর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সাইফুল ইসলামসহ পাঁচজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পায়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলাম পুলিশ বাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক ছিলেন।
এই প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, আইন সবার জন্য সমান। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণহানির ঘটনায় যে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক কমিশনার সাইফুল ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।
খখ/মো মি