খাসখবর মহামারী : দেশে ২৪ ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। মারা গেছে আগের দিনের চাইতে ১১ জন বেশি। তবে একদিনের ব্যবধানে কম হয়েছে শনাক্তের সংখ্যা।
আগের দিনের করোনার প্রতিবেদনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯৫৫ জন। সে তুলনায় শনাক্ত কমে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন।
গত ৩৯ দিনে এটিই দেশে দৈনিক শনাক্ত রোগীর সর্বনিম্ন সংখ্যা। এর আগে গত ২১ মার্চ দুই হাজার ১৭২ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জনে।
এ ছাড়া একই সময়ে শনাক্ত হয়েছেন ২৩৪১ জন নতুন রোগী। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ৯ দশমিক ৩৯ শতাংশ।
অর্থাৎ প্রায় দেড় মাস পর করোনায় রোগী শনাক্ত হার ১০ এর নিচে নেমেছে। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে; ৯ দশমিক ৩৯ তে নেমেছিল।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।
খখ/প্রিন্স