এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ পুলিশ কর্মকর্তা

খাসখবর জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১২৯ কর্মকর্তা।

thai foods

মঙ্গলবার (১৮ মার্চ) তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

প্রজ্ঞাপনগুলো থেকে জানা গেছে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৬২ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৩৩ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৩৪ জন কর্মকর্তা।

খখ/মো মি

আগে“স্থানীয় সরকার নির্বাচনে করতে ১ বছর সময় প্রয়োজন”-ইসি
পরে“সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক”-ড. মুহাম্মদ ইউনূস