অক্সিজেনের জন্য ১ কোটি টাকা দিলেন শচীন টেন্ডুলকার

অক্সিজেনের জন্য,শচীন টেন্ডুলকার,করোনায়,ভারত

খাসখবর খেলাধুলা ডেস্ক : করোনায় বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা।

thai foods

প্রতিদিনই নতুন রেকর্ড করে চলছে ভারত। এমন অবস্থায় দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতাল আর অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে প্রতিদিনই বহু মানুষ।

সংকটময় এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার সাহায্যের হাত বাড়ালেন কদিন আগেই করোনা মুক্ত হওয়া সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

ভারত সরকারের ‘মিশন অক্সিজেন’ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন ক্রিকেট ঈশ্বর খ্যাত এই ক্রিকেটার। নিজের অফিশিয়াল টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন শচীন নিজেই।

টুইটারে তিনি লেখেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন প্রচুর মানুষ। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই নেজাহাল। এখন প্রচুর অক্সিজেন দরকার।

এই চরম ক্রান্তিকালে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যা দেখে খুব ভাল লাগছে আমার। ২৫০ জনের ওপর তরুণ-তরুণী মিশন অক্সিজেনে যোগ দিয়েছে।

বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহের কাজে এগিয়ে আসার জন্য তারা অর্থ সংগ্রহের কাজ করছে। আমি ওদের পাশে এসে দাঁড়ালাম। আশা করি ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত।’

শচীন আরও লেখেন, ‘আমি যতদিন খেলেছি ততদিন আপনারা আমায় উৎসাহ দিয়ে সাহায্য করেছেন সাফল্য পেতে। এবার এই কঠিন সময়ে মহামারির বিরুদ্ধে সফলতা পেতে লড়তে হবে সবাইকে’।

খখ/মো মি

আগেএবারও ২৫০০ টাকা করে পাচ্ছে ৩৫ লাখ পরিবার
পরেভারতের পাশে থাকতে চায় চীন