খাসখবর পার্বত্য চট্টগ্রাম : রাঙামাটি জেলার লংগদুতে কাওসার হোসেন (১৮) নামে এক যুবকের প্রাণ গেল বজ্রপাতে। একই ঘটনায় মারা গেছে আরো তিন গরু।
আজ শনিবার (১ মে) ভোরে লংগদুর কালাপাকুজ্জা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনাটি ঘটে। নিহত কাউসার লংগদু উপজেলার কোরবান আলীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, আজ শনিবার (১ মে) ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাৰব্যাপী ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এসময় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বজ্রাঘাতে মারা যান যুবক কাওসার।
তাছাড়া একই গ্রামে বজ্রপাতে আরো তিনটি গরু মারা গেছে এবং গ্রামের অনেকের সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে বলেও তিনি জানান।
খখ/প্রিন্স