চট্টগ্রামে একদিনে শনাক্ত একশোর নিচে নামলেও মারা গেছে ৪ জন

করোনা,শনাক্ত,মৃত্যু,আক্রান্ত,চট্টড়্রাম

খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামে দীর্ঘদিন পরে মহামারী করোনায় একদিনে আক্রান্ত শনাক্তে একশোর নিচে নামল। তবে এতে স্বস্থির কোন কারণ নেই। এ ভাইরাসের বিষে মৃত্যুর সংখ্যা কমেনি।

thai foods

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জনে। অন্যদিকে গত শনিবার ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ জন।

আজ রবিবার (২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার চট্টগ্রামের ৫টি ল্যাবে ৮৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৭ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আর যে ল্যাবগুলোতে করোনা রোগী শনাক্ত করেছে এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

তাছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষায় ১০ জন ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

খখ/প্রিন্স

আগেযাত্রীর স্বর্ণ হাতিয়ে নেন রিকশাচালক জালাল ও কবির, কেনেন মধুসুধন
পরেসত্যজিৎ রায়ের আজ শততম জন্মবার্ষিকী