খাসখবর গ্রামগঞ্জ : বিশেষ অভিযান পরিচালনা করে জোড়া ইয়াবা কারবারি ধরল চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪ হাজার পিস ইয়াবা।
আজ সোমবার (৩ মে) সকালে গোপন তথ্যের ভিত্তিতে থানা সদরে অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এসময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন, আবুল কালাম প্রকাশ আবু (৪০) ও আল মোমিন প্রকাশ জনিকে (২৪)।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম।
খখ/প্রিন্স